আজ: ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১:৩৭
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ মান্দায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

মান্দায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক


পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৯/০৩/২০২২ , ৮:২০ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে আটক করেছে পুলিশ। প্রযুক্তির ব্যবহার করে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তিনবছরের সাজা মাথায় নিয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি।

আটককৃত ব্যক্তির নাম জাহিদুল ইসলাম (৪২)। তিনি কুসুম্বা ইউনিয়নের বাবুইপাড়া গ্রামের বাসিন্দা। প্রতারণার একাধিক মামলায় আদালত তাঁকে সাজা প্রদান করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলামের বিরুদ্ধে চাকরি দেওয়াসহ বিভিন্নভাবে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নওগাঁ আদালতে প্রতারণার মামলা করেন ভুক্তভোগীরা। এসব মামলায় আদালত তাঁকে তিনবছরের সাজা প্রদান করেন। মামলার রায়ের আগে থেকেই তিনি পলাতক ছিলেন।
ওসি আরও বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় মান্দা থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল জব্বার অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার সাভার এলাকা থেকে তাঁকে আটক করে ৷ বুধবার তাঁকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

Comments

comments