ঘরসহ ২টি গরু পুড়ে ছাই
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৯/০৩/২০২২ , ৮:১১ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


আলী আজগর: নেত্রকোনার মদনে অগ্নিকাণ্ডে এক কৃষকের ২টি ঘর, ২টি গরু ও ৫ টি ভেড়া সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার ৮ মার্চ দিবাগত রাতে আনুমানিক সময় ১২টার দিকে ফতেপুর ইউনিয়নের ধানকুনিয়া গ্রামের কৃষক মোঃ জাহের উদ্দিনের( ৬০) বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
কৃষক জাহের উদ্দিন বলেন, আমার ৩টা গরুই সম্বল ছিল, এর মধ্যে ২ দুইটি গরুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমার সব সম্বল টুকু শেষ হয়ে গেল।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান সামিউল হায়দার ( শফি) । তিনি জানান, গরুর ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
পরে পুরো বাড়ি আগুনে ছেয়ে গেলে, প্রতিবেশীরা এসে আগুন নেভাতে সক্ষম হয়।
প্রতিবেশীরা আগুন নেভানোর আগেই ২টি ঘর, ২টি গরু,৫টি ভেড়া সহ ,আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।