টঙ্গী কো-অপারেটিভ ব্যাংক মাঠ এলাকায় সিসি ক্যামেরার উদ্বোধন
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৯/০৩/২০২২ , ৭:৩৮ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,ঢাকা বিভাগ


মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর মহানগর প্রতিনিধি: অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং, নারীর প্রতি ভায়লেন্স রোধকল্পে এবং ডিজিটাল নিরাপত্তা প্রযুক্তি হিসেবে ৯ই মার্চ ২০২২ বিকাল ৫টায় গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন ৫৬নং ওয়ার্ড কো-অপারেটিভ ব্যাংক মাঠ এলাকায় ১২টি সিসি ক্যামেরার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) দক্ষিণ ইলতুৎ মিশ, বিশেষ অতিথি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) দক্ষিণ মোঃ হাসিবুল আলম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার টঙ্গী জোন পিযুষ চন্দ্র দে, টঙ্গী পৃর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাসুদ, গাজীপুর মহানগর ৫৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আলী আফজাল খান দুলু । সঞ্চালনায় ছিলেন ৫৬নং ওয়ার্ড বিট ইনচার্জ এস আই লিটন শরিফ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৫৬ নং ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আল-আমিন হোসেন, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সমাজ কল্যান সম্পাদক মোঃ নুরুজ্জামান শেখ, ৫৬নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোছাঃ ময়না বেগম, ৫৬নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মাইল্লা, কাদির মিয়া,মোঃ আল আমিন হোসেন,ব্যাংক মাঠ মসজিদের সহ-সভাপতি মোঃ শাহজাহান, মোঃ শহর আলী,সুমন আহম্মেদ, মেহ বিল্লাল হোসেন প্রমুখ।