২৫ কেজি গাঁজাসহ আটক কসবার মাদকব্যবসায়ী হাবিবুর
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৯/০৩/২০২২ , ২:১৪ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


ই এম আসাদুজ্জামান আসাদ :
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ হাবিবুর রহমান (৪০) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া ও কসবা থানা পুলিশ।
বুধবার (৯ মার্চ) রাত ১২:৩০ মিনিটের দিকে কসবা থানাধীন বায়েক ইউনিয়নের বালিয়াহুড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া এর সহকারি পরিচালক মিজানুর রহমান দৈনিক মতপ্রকাশ’কে জানান, এক মাদকব্যবসায়ী গাঁজাসহ কসবা থানাধীন বায়েক ইউনিয়নে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সনজীব সরকার এর নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ২৫ কেজি গাঁজাসহ হাবিবুরকে আটক করা হয়।
দীর্ঘদিন ধরে তিনি গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।