ইছামতি নদী থেকে নারীর লাশ উদ্ধার
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৮/০৩/২০২২ , ১১:০৬ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সীমান্তবর্তী ইছামতি নদী থেকে এক অজ্ঞাত নামা নারীর (৪০) লাশ উদ্ধার করেছে।
এলাকাবাসী জানান,ভারতীয় ইছামতী নদীর বাংলাদেশ সীমানায় অজ্ঞাত নামা এক নারীর লাশ ভাসমান অবস্থায় দেখে থানা পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ সীমান্তবর্তী জিনজিরা পাড়ার
নিচে ইছামতি নদীর কুল থেকে নারীর লাশটি উদ্ধার করে নিয়ে যায়। মহেশপুর থানা অফিসার (ওসি) ইনর্চাজ মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান লাশটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। বুধবার সকালে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হবে।