আজ: ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, রাত ৪:৪৯
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ চাঁদাবাজির অভিযোগে তথাকথিত অনলাইন টিভির সাংবাদিক গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে তথাকথিত অনলাইন টিভির সাংবাদিক গ্রেপ্তার


পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৮/০৩/২০২২ , ৮:৪৮ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


শাহনেওয়াজ শাহ, বিজয়নগর উপজেলা  প্রতিনিধিঃ  বিজয়নগরে অনলাইন টিভির পরিচয়দানকারী তথাকথিত  সাংবাদিককে চাঁদাবাজির অভিযোগে আটক করে বিজয়নগরের এক ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তা।এ ব্যাপারে উপজেলার পাহাড়পুর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আবুল বাসার বিজয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, তথাকথিত  অনলাইন টিভির সাংবাদিক উপজেলার মেরাশানী গ্রামের মৃত ফয়েজ মিয়ার ছেলে ফজলে এলাহী উজ্জ্বল (৪৫)  ৮ মার্চ দুপুর ৩ ঘটিকার সময় পাহাড়পুর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আবুল বাসার এর নিকট ২০০০/= টাকা চাঁদা দাবী করেন। ভূমি অফিসের কর্মকর্তারা তাকে আটক করে পুলিশকে সংবাদ দেন।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান জানান, পাহাড়পুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা মোঃ আবুল বাসার এই সংক্রান্ত সংবাদ দিলে তাকে ঘটনাস্থল থেকে  বিজয়নগর থানায় নিয়ে এসে বাদী এজাহার দায়ের করলে বিজয়নগর থানায়  আসামীকে আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ এর ৪ ধারা রুজু করা হয়। আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments

comments