দিনদুপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলো স্বামী
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৮/০৩/২০২২ , ৭:৪২ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় দিনদুপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
মঙ্গলবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে ধারালো অস্ত্রসহ গৃহবধূর স্বামী আব্দুল আলিম গাজীকে আটক করে পুলিশ।
এদিন সকালে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রাম থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত নাজমা খাতুন ছিলেন আলিমের দ্বিতীয় স্বামী।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুদ্দিন মির্জা জানান, সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় আলিম তার স্ত্রী নাজমাকে মারধর করে। এরপর আলিম হাতে থাকা ধারালো দা দিয়ে তার স্ত্রীর গলায় ও মুখে পর পর তিনটি কোপ মারে। এতে ঘটনাস্থলেই গৃহবধূর মৃত্যু হয়। পরে বাসে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
সহকারী পুলিশ সুপার সার্কেল মীর আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের জন্য নাজমা খাতুনের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।