শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৮/০৩/২০২২ , ৭:২৮ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ ই মার্চ মঙ্গলবার শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত ত্রি – বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য লে.কর্নেল অবসরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান এমপি ।
ত্রি- বার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়য়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গাজীপুর -৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ইকবাল হোসেন সবুজ এম পি।
এসময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ মির্জা আজম এমপি,, সিমিন হোসেন রিমি এম পি , আনোয়ার হোসেন, , মোহাম্মদ সাইদ খোকন,, সিদ্দিকুর রহমান, আলহাজ্ব মোঃ আনিছুর রহমান, মেয়র শ্রীপুর পৌরসভা ও সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা আওয়ামী লীগ।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জামিল হাসান দূর্জয়,গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আব্দুল জলিল বি,এ সহ জেলা,উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।
সম্মেলনে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবির হিমু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট হারুন অর রশিদ ফরিদ।