আজ: ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১:২৭
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ কমলনগরে নারী দিবস পালন

কমলনগরে নারী দিবস পালন


পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৮/০৩/২০২২ , ৬:০৭ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


মোঃ ইব্রাহিম ,কমলনগর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের  কমলনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য’ এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার(৮মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদের মাঠে একটি র‍্যলি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা মোঃ মোরশেদ আলম এর  সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের  যৌথ আয়োজনে আলোচনা সভার পরে নারী নেতৃত্ব অবদানের জন্য ৩ জনকে শুভেচ্ছা দেওয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পূদম পুস্প চাকমা, কমলনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকতা মোঃ তৌহিদুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যংক কর্মকতা মোঃ সোলাইমান, আনসার ও ভিডিপি কর্মকতা শাহিন আক্তার,কমলনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ আই তারেক প্রমুখ।

বক্তারা বলেন, নারীরা এখন আর কোন কাজেই পিছিয়ে নেই। সর্ব ক্ষেত্রেই তারা অগ্রণী ভূমিকা পালন করছে। তাই আগামী দিনে নারীর অগ্রযাত্রার প্রতিবন্ধকতা বাল্য বিয়ে, যৌতুক, ইউভটিজিং সহ সকল অসঙ্গতি দূর করে সুন্দর সমাজ গঠনে মত দেন তারা।

Comments

comments