সিরাজগঞ্জে আয়েশা রশিদ বিদ্যানিকেতনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৮/০৩/২০২২ , ৫:৩৪ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

জুবায়ের জিকো: ‘আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে’ শ্লোগানকে সামনে রেখে সারাবিশ্বের ন্যায় সিরাজগঞ্জ আয়শা রশিদ বিদ্যানিকেতনে “আন্তর্জাতিক নারী দিবস” পালন করা হয়েছে। মঙ্গলবার ৮ মার্চ আয়শা রশিদ বিদ্যানিকেতন হলরুমে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অধ্যক্ষ আমিনা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়শা রশিদ বিদ্যানিকেতন প্রাথমিক শাখার প্রধান শিক্ষক গোলাম মওলা তালুকদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (মাধ্যমিক) মাহবুব ইসলাম। এসময় অধ্যক্ষ আমিনা খাতুন ১৯৭১ সালে ২৫ মার্চ কালো রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কোয়ার্টারে পাক হানাদার বাহিনীর আক্রমনের সময় সন্তানকে দুগ্ধরত অবস্থায় তার বুদ্ধিমতি ও মহীয়সী মা তার পিতাকে কিভাবে নিরাপদ আত্মগোপনে সাহায্য করেছিলেন তা উল্লেখ করে বলেন, ‘নারীরা দৈহিক ভাবে পুরুষের চেয়ে দুর্বল হলেও বুদ্ধিমত্তার দিক থেকে পিছিয়ে নেই। শিক্ষা, রাজনীতি, সমাজনীতি, পরিবার রক্ষনাবেক্ষন সহ বিভিন্ন অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের নারীরা আজ অগ্রসরমান। তাই নারী পুরুষের সমতাই গডতে পারে টেকসই আগামী ও সমৃদ্ধ বাংলাদেশ। উক্ত আন্তর্জাতিক নারী দিবস আয়োজিত অনুষ্ঠানমালায় আয়েশা রশিদ বিদ্যানিকেতনের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।