শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৮/০৩/২০২২ , ৫:১৩ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


মোঃ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ৮ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বরেন্দ্র অফিসের সামনে বর্ণাঢ্য আয়োজনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে উৎসব মুখর পরিবেশে শিবগঞ্জ ‘গৌড় প্রেসক্লাব’ এর শুভ উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের আহব্বায়ক শামসুন্নাহার সোহানার সভাপতিত্বে ও সাংবাদিক হাফিজুর রহমানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা.সামিল উদ্দীন আহমেদ শিমুল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শিউলি বেগম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি তোসলিম উদ্দীন, সাংবাদিক সফিকুল ইসলাম প্রমূখ।
এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি গন শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের আগামী দিনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন ।
শিবগঞ্জ গৌড় প্রেস ক্লাবের উদ্ধোধনে খুশি সাংবাদিকরা।