শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে ঐতিহাসিক ৭ মার্চ নানা কর্মসূচি উদযাপন
পোস্ট করেছেন: মতপ্রকাশ অনলাইন | প্রকাশিত হয়েছে: ০৮/০৩/২০২২ , ৪:২৬ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,জেলা সংবাদ


হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি : সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর পরিচালিত চট্টগ্রাম শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যেদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন করা হয়েছে।
গত ৭ মার্চ রোজ সোমবার কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং নিবাসী শিশুদের অংশগ্রহণে কেন্দ্র প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সার্বিক তত্ত্বাবধানে”বঙ্গবন্ধুর ৭ মার্চ এর ভাষণ” শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ৭ মার্চ ‘১৯৭১ -এ বঙ্গবন্ধু প্রদত্ত ভাষণ নির্ভর ভাষণ প্রতিযোগিতা অনুষ্টিত হয়।
দ্বিতীয় পর্বে ছিল কেন্দ্র মিলনায়তনে বঙ্গবন্ধু এবং তাঁর শহীদ পরিবারবর্গের রূহের শান্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও শিশুতোষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।