আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, সকাল ১১:৫২
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ, রংপুর বিভাগ ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন


পোস্ট করেছেন: মতপ্রকাশ অনলাইন | প্রকাশিত হয়েছে: ০৮/০৩/২০২২ , ৪:২২ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,রংপুর বিভাগ


ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: “টেকসই আগামীর জন্য,জেন্ডার সমতাই আজ অগ্রগন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুররে ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও

মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য রেলী বের করা হয়।
রেলী শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা ও
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।
এতে শরিফা আক্তার লাকি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.নিরু ছামছুন্নাহার,উপজেলা সহকারী কমিশনার ভুমি মোছা.শামিমা আক্তার জাহান, ইউপি চেয়ারম্যান মো.মানিক রতন,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা: হাসিনা ভুইয়া, থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো.আশ্রাফুল ইসলাম,সহকারী সেটেলমেন্ট অফিসার আ ন ম ফয়েজ প্রমুখ।

শেষে উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায়
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

Comments

comments