পলাশে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৭/০৩/২০২২ , ৬:৫০ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

মোঃনাজমুল হক মণি:
নরসিংদীর পলাশ উপজেলায় গভীর শ্রদ্ধায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন। উপজেলা চত্বরে গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, নিরবতা পালন ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী, সহকারী ভূমি কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা, পলাশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস, ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, উপজেলার বিভিন্ন দপ্তর,মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, কাউন্সিলরগণ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।