ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৭/০৩/২০২২ , ৬:১০ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

ই এম আসাদুজ্জামান আসাদ :
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে কর্মীসভা করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। সোমবার (০৭ মার্চ) দুপুর সাড়ে ৩টায় জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন। সভাপত্বি করেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি আলীমুল হক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক এম আর মকুল ইসলাম।
নেতাকর্মীরা অনুষ্ঠানে শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এবং বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের ইউনিটকে মডেল ইউনিট হিসেবে উল্লেখ্য করে নবগঠিত পূর্নাঙ্গ কমিটির যাদের নামে অভিযোগ আছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
উক্ত কর্মীসভায় আরো অংশ নেন জেলা ছাত্রলীগের সকল ইউনিট সমূহ যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগ, সদর শাখা ছাত্রলীগ, পৌর শাখা ছাত্রলীগ, বিজয়নগর উপজেলা ছাত্রলীগ সহ সহস্রাধিক নেতাকর্মীরা।