হারিয়ে যাচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী যাত্রাপালা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০২/০২/২০২২ , ১:৫৩ অপরাহ্ণ | বিভাগ: ফেসবুক থেকে

দেবব্রত মন্ডল, মনিরামপুর সংবাদদাতা যশোর: যশোর জেলার মনিরামপুর উপজেলা একসময় যাত্রা গানের ঘাটি বলে মনে করতেন বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের যাত্রা মোদী সুধী সমাজ। তখন এলাকায় মানুষের ঘরে ঘরে ছিল গোলাভরা ধান, গোয়াল ভরা গরু, দাদা, দাদীদের মিষ্টি যর্দা দিয়ে মুখ লাল করা পানের খিলি। এসব হারানো ঐতিহ্য এ প্রজন্মের কাছে সপ্নের মতো মনে হয়। কোথায় গেলো এসব আনন্দ মুখর দিনগুলো যা বতর্মান যুব সমাজকে বারবার দোলা দেয়। সেই অতীত ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এলাকার যুব সমাজ যাত্রাগানের আনন্দ ধরে রাখার চেষ্টা করেও ভবদহ জলাবদ্ধতার কারনে, এলাকার ভুক্তভোগী মানুষের মনে শান্তি পায়না । কবে হবে ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান, আর কবে মুছবে মনিরামপুর এবং নওয়াপাড়া উপজেলার জলাবদ্ধতা নিরসনে ভুক্তভোগী জনসাধারণের চোখের জল।। আর কবে ফিরে পাবে গ্রামের ঐতিহ্যবাহী যাত্রাপালা ……..