বকশীগঞ্জে মাস্ক না পড়ায় জরিমানা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৭/০১/২০২২ , ৭:০৯ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

মোঃ জাকির হোসাইন ,বকশীগঞ্জ,জামালপুর (প্রতিনিধি):
জামালপুরের বকশীগঞ্জে মাস্ক পরিধান না করে রাস্তায় বের হওয়ায় মোটরসাইকেল ও রিকশা আরোহীকে জরিমানা ও শতাধিক যাত্রী ও পথচারীকে সতর্ক করা হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারী) বিকালে পৌর শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা ও সহকারী কমিশনার (ভূমি ) স্নিগ্ধা দাস পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আরোপ করেন।
জনগণকে কারোনাভাইরাস মোকাবেলায় আরো সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার এবং সরকারি বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানিয়ে ইউএনও মুনমুন জাহান লিজা অভিযান চলমান থাকবে বলে জানান।