গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদকে বিদায় সংবর্ধনা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৭/০১/২০২২ , ৪:৫৬ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদকে বিদায় সংবর্ধনা দিলেন পৌরসভার মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা, কর্মচারীগণ।
১৭ জানুয়ারী সকাল সাড়ে ১১ টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরসভার হলরুমে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুকিতুর রহমান রাফির সভাপতিত্বে উক্ত বিদায় সংবর্ধনায় স্বাগত বক্তব্য রাখেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ।
পৌর সভার প্যানেল মেয়র উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আকন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুস সামাদ, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আহসান হাবীব, সাপমারা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক শাকিল আলম বুলবুল, কামারদহ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক তৌকির হাসান রচি, গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ, প্রথম আলো গাইবান্ধা প্রতিনিধি শাহাবুল আলম শাহিন তোতা, কাউন্সিলর রিমন কুমার তালুকদার, মিজানুর রহমান রিপন, জাহাঙ্গীর আলম জাফু। এ ছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ।
বিদায় অনুষ্ঠানের শুরুতেই গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র, কর্মকর্তা, কর্মচারীগণ সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদকে ফুলেল শুভেচ্ছা জানান।