আজ: ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, রাত ৪:০৭
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ, রাজনীতি ‘দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে নারীর অগ্রগতি বিশ্বে এখন রোল মডেল’

‘দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে নারীর অগ্রগতি বিশ্বে এখন রোল মডেল’


পোস্ট করেছেন: মতপ্রকাশ অনলাইন | প্রকাশিত হয়েছে: ২৪/০৯/২০২১ , ৬:০০ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,রাজনীতি


ফারুক হাসান কাহার, শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি :  বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টা এবং বলিষ্ঠ নেতৃত্বে নারীর অগ্রগতি এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল হয়ে উঠেছে। তিনি আরও বলেন নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতি সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ঘরে-বাইরে, রাষ্ট্রীয় কর্মকান্ডে সর্বত্রই নারীর অংশগ্রহণ প্রায় নিশ্চিত হয়েছে। দেশের প্রধানমন্ত্রী নারী, সংসদের মাননীয় স্পিকার নারী। এখন দূর গ্রামাঞ্চলেও নারী আর তুচ্ছ-তাচ্ছিল্যের বিষয় নয়। কর্মক্ষেত্রে নারীরা তাদের দক্ষতা প্রমাণ করছেন, কৃতিত্ব দেখাচ্ছেন। নারীরা এখন রাষ্ট্র পরিচালনা করছেন, পর্বত জয় করছেন, অগ্রণী ভূমিকা রাখছেন দেশের অর্থনৈতিক উন্নয়নেও।

শুক্রবার দুপুরে উপজেলার পোরজনা ইউনিয়নের পুঠিয়া গ্রামে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আয়োজনে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই সাথে তিনি সদ্য প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপনের আত্মার শান্তি কামনা করেন এবং উপস্থিত নারীদের প্রতি আহ্বান করেন, শূন্য হওয়া এই আসনে একজন নারী সাংসদকে বেছে নেওয়ার।

পোরজনা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ আনোয়ারা বেগমের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী অনিল কুমার ঘোষের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, পোরজনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, কৈজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনর রশীদ, মনিরুল গনি চৌধুরী শুভ্র, ফারুক হাসান কাহার, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকাশি খাতুন প্রমুখ, শফিকুল ইসলাম, রাকিবুল ইসলাম, নাহিন খান প্রমুখ।

Comments

comments