আজ: ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, সকাল ১১:২৩
সর্বশেষ সংবাদ
স্বাস্থ্য নিবন্ধন ছাড়াই ১০ হাজার পোশাক শ্রমিক টিকা পেয়েছেন

নিবন্ধন ছাড়াই ১০ হাজার পোশাক শ্রমিক টিকা পেয়েছেন


পোস্ট করেছেন: মতপ্রকাশ অনলাইন | প্রকাশিত হয়েছে: ১৮/০৭/২০২১ , ১০:৪৯ অপরাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য


কোনো রকম নিবন্ধন ছাড়াই শুধু পরিচয়পত্রের ভিত্তিতে পোশাক শ্রমিকদের করোনার টিকা দেওয়া শুরু হয়। রোববার সকালে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় তুষুকা ডেনিম কারখানায় এ কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রথম দিনেই চারটি কারখানার মোট ১০ হাজার শ্রমিক টিকা পেয়েছেন। পর্যায়ক্রমে সব পোশাক শ্রমিকই টিকা পাবেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম প্রমুখ।

সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি বিশেষ সুবিধায় পোশাক শ্রমিকদের টিকা কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

তিনি বলেছেন, মহামারি করোনার ক্ষতি থেকে অর্থনীতি পুনরুদ্ধারে দেশের সব মানুষকে টিকাদান কর্মসূচির আওতায় আনা জরুরি।

রপ্তানিমুখী তৈরি পোশাকের বিদেশি ক্রেতাদের আস্থা বাড়াতে সব শ্রমিককে শতভাগ টিকা কর্মসূচির আওতায় আনতে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে আসছে বিজিএমইএ। সরকারেরর বিভিন্ন বিভাগে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে বিজিএমইএর পক্ষ থেকে।

Comments

comments