আজ: ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৪ হিজরি, সকাল ৬:০৩
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত

আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত


পোস্ট করেছেন: মতপ্রকাশ অনলাইন | প্রকাশিত হয়েছে: ১১/০৬/২০২১ , ১২:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


মোঃসইনুল রহমান আকাশ: পঞ্চগড়ের আটোয়ারীতে ধামোর ইউনিয়নের জুগি কাটা এলাকায় বাসজের ধাক্কায় মিতু আক্তার নামে( ৫) এক শিশুর মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার( ১০ জুন) দুপুরে আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের জুগি কাটা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশু মিতু আক্তার জুগি কাটা এলাকা নুরুজ্জামানের মেয়ে।  দুপুরে শিশু মিতু আক্তার বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হতে গেলে আটোয়ারী থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী  বাস তাকে ধাক্কা দিলে  ঘটনাস্থলেই   মৃত্যুবরণ করে। পরে খবর পেয়ে থানার পুলিশ ঘটনা স্থলে  গিয়ে লাশের মরাদেহ উদ্ধার করে। তবে ঘটনার  পরেই বাস চালক পালিয়ে যায়।

Comments

comments