আজ: ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, সকাল ৮:৩৮
সর্বশেষ সংবাদ
প্রশাসন উপসচিব পদে পদোন্নতি পেলেন ৯ কর্মকর্তা

উপসচিব পদে পদোন্নতি পেলেন ৯ কর্মকর্তা


পোস্ট করেছেন: মতপ্রকাশ অনলাইন | প্রকাশিত হয়েছে: ২৩/০৫/২০২১ , ১০:০৮ অপরাহ্ণ | বিভাগ: প্রশাসন


উপসচিব হিসাবে পদোন্নতি পেয়েছেন নন-ক্যাডার থেকে পদোন্নতি পাওয়া নয়জন সিনিয়র সহকারী সচিব। রোববার (২৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতির পর তাদেরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল্লাহ ও মো. মাসুদুর রহমান, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সহকারী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. সিদ্দিকুর রহমান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আলাউদ্দিন চৌধুরী এবং পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শাহজাহান।

এ তালিকায় আরও রয়েছেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নজরুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রেজাউল করিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সংযুক্ত সিনিয়র সহকারী সচিব মো. শামসুল আলম এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু মনসুর।

Comments

comments