ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোছাঃ শাহনাজ বিউটি
পোস্ট করেছেন: মতপ্রকাশ অনলাইন | প্রকাশিত হয়েছে: ১৩/০৫/২০২১ , ৫:৫০ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুর মহানগর এলাকার সর্বস্তরের জনগনসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছন রংপুর মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক মোছাঃ শাহনাজ বিউটি ।
শুভেচ্ছা বার্তায় মোছাঃ শাহনাজ বিউটি বলেন, বিশ্বব্যাপী প্রাণঘাতি ভাইরাস করোনার ভয়াবহ সংক্রমণে মানুষ যখন দিশেহারা ঠিক সেই মুহূর্তে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত। এমতাবস্থায় আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে রংপুর মহানগর এলাকাসহ দেশ ও প্রবাসের সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।
তিনি সকল মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি,অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন। তিনি বলেন ‘মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় এবারের ঈদের আনন্দ অন্য সব সময়ের চেয়ে ভিন্নতর।ভয়াবহ এই দুর্যোগে বাংলাদেশের পরিস্থিতি প্রতিনিয়ত আরও অবনতির দিকে যাচ্ছে।
করোনার এই মহামারী সময়ে সিয়াম সাধনার মাস উপলক্ষে করোনা থেকে দেশকে রক্ষায় আল্লাহর কাছে প্রার্থনা করুন।জনগণের আশা-আকাঙ্খা অনুযায়ী জননেত্রী শেখ হাসিনা এদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে থাকে,নিরাপদে থাকে।করোনার এই দুর্যোগে সবসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।তাই প্রধানমন্ত্রী ও তার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন তিনি যেন সুস্থ থেকে আপনাদের কল্যাণে কাজ করতে পারেন।
সেইসাথে ঈদের সালাত আদায় ও ঈদ উদযাপনে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব নির্দেশিকা মেনে চলার জন্য সকলকে আহবান জানান।
মোছাঃ শাহনাজ বিউটি বলেন,সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন,করোনার প্রহর কেটে ফিরে আসুক নতুন দিগন্ত।