আজ: ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি, সকাল ১০:২৩
সর্বশেষ সংবাদ
প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ


পোস্ট করেছেন: মতপ্রকাশ অনলাইন | প্রকাশিত হয়েছে: ২২/০৪/২০২১ , ১২:৩২ অপরাহ্ণ | বিভাগ: প্রেস বিজ্ঞপ্তি


গত ০৬/০৪/২০২১ ইং তারিখে দৈনিক গ্রামের কাগজ পত্রিকার  শেষের পাতার ৫ ও ৬ কলামে প্রকাশিত ‘বাগেরহাটে অপকর্ম করে যশোর আইনজীবী সমিতির সদস্য হতে মরিয়া বিতর্কিত সবুজ’  শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে আমি একজন আইনজীবী। আমি সকল নিয়ম নীতি অনুসরণ করেই যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য হয়েছি। আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচারের তারিখের অনেক আগেই আমি যশোর আইনজীবী সমিতির সদস্য পদ লাভ করেছি। যেহেতু আমি একজন আইনজীবী আমার বিপক্ষে অনেক লোক আমাকে ক্ষতিকরার চেষ্টা করবে এটাই বাস্তবতা কারণ অনেকেই যশোর আইনজীবী সমিতির সদস্য হওয়ার জন্য আমার কাছে মোটা অংকের টাকা চেয়েছিল। কিন্তু আমি অসৎ পথ অবলম্বন না করে সঠিক পথে নিয়মকানুন অনুসরণ করে সদস্যপদ লাভ করেছি। আর আমার এই সঠিক পথ অবলম্বন করে সদস্য পদ লাভ করাটাই কিছু লোকের কাল হয়ে দাঁড়িয়েছে। মূলত তারাই আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করেছে বলে আমি মনে করি । একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল আমাকে জড়িয়ে সাংবাদকর্মীদের নিকট বিভিন্ন প্রকার বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন সংবাদে আমাকে রীতিমতো জঘন্য ঘৃণিত করেছে।  আমাকে জড়িয়ে সংবাদে যে সব তথ্য উল্লেখ করা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার বিরুদ্ধে এ ধরণের সংবাদ প্রচার হওয়ায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
– আব্দুল্লাহ আল মামুন ভূইয়া (সবুজ), আইনজীবী ও সদস্য যশোর জেলা আইনজীবী সমিতি।

Comments

comments