আজ: ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, রাত ৪:২০
সর্বশেষ সংবাদ
অর্থ ও শিল্প করোনার মধ্যেই কাল অনুষ্ঠিত হবে বিজিএমইএ নির্বাচন

করোনার মধ্যেই কাল অনুষ্ঠিত হবে বিজিএমইএ নির্বাচন


পোস্ট করেছেন: মতপ্রকাশ অনলাইন | প্রকাশিত হয়েছে: ০৩/০৪/২০২১ , ১১:৫৩ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও শিল্প


দেশে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছার কারণে সরকার যখন লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে তখন আগামীকাল (৪ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে তৈরি পোশাক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ-এর নির্বাচন।

সম্মিলিত পরিষদ ও ফোরাম প্যানেল থেকে ৩৫টি পদে দ্বিবার্ষিক নির্বাচনে প্রার্থী হয়েছেন মোট ৭০ জন। ঢাকা অঞ্চলের ১ হাজার ৮৫৩ এবং চট্টগ্রাম অঞ্চলের ৪৬১ জন কারখানা মালিক আগামীকাল ভোট প্রদান করবেন।

ঢাকা অঞ্চলের ভোট গ্রহণ করা হবে ঢাকার রেডিসন ব্লু হোটেলে এবং চট্টগ্রাম অঞ্চলের ভোট গ্রহণ করা হবে চট্টগ্রামের বিজিএমইএ-এর নিজস্ব আঞ্চলিক কার্যালয়ে। করোনার কারণে ভোটদানের সময় ৩ ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে। সকাল ৯টায় শুরু হবে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশন সব নির্বাচন স্থগিত করেছে। সে প্রেক্ষিতে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে নির্বাচন পরিচালনা বোর্ড সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঝুঁকি এড়াতে বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।

Comments

comments