চাঁদাবাজির অভিযোগে ধানমন্ডি থানা আওয়ামী লীগের দুই নেতা সাময়িক বহিষ্কার
পোস্ট করেছেন: মতপ্রকাশ অনলাইন | প্রকাশিত হয়েছে: ০১/০৪/২০২১ , ৫:২৫ অপরাহ্ণ | বিভাগ: রাজধানী জুড়ে,রাজনীতি


সংগঠন বিরোধী কার্যকলাপ, চাঁদাবাজীর অভিযোগে ধানমন্ডি থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী হিরু ও দপ্তর সম্পাদক জাহাঙ্গীর খানকে ধানমন্ডি থানা আওয়ামী লীগ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
ভুক্তভোগী জালাল উদ্দিন ধানমন্ডি থানা আওয়ামী লীগের লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রফিকুল ইসলাম বাবলার কাছে উক্ত সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এর বিরুদ্ধে চাঁদাবাজী ও শারীরিক নির্যাতনের বিষয়ে লিখিত অভিযোগ করে বলেন, গত ২৩ মার্চ ২০২১ইং দুপুর ১২:৩০ মিনিটে আমার মালিকাধীন খোশ বিরিয়ানি হাউজ দোকান নং ১০৮, বাড়ী নং ৮৩, রোড় নং ৮/এ ধানমন্ডির দোকানের কর্মচারী রানা (২২) এর সাথে খাবার নিয়ে বিল না দেয়ায় কিছু উগ্র ছেলেদের সাথে কথা কাটাকাটি হয় ও তারা আমার দোকানের কর্মচারীকে মারধর করে । এমনকি আমার দোকানের ম্যানেজার কেও মারধর করে এবং পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে গত ২৩ মার্চ ২০২১ ইং তারিখে সন্ধ্যা ৮:০০ টায় আমাকে ভুঁইয়া বাবুর বাসায় টর্চার সেলে বিচারের নামে নিয়ে জোরপুর্বক আটকে রেখে ৩০০ টাকার খালি ষ্ট্যাম্পে স্বাক্ষর করান জাহাঙ্গীর খান, গোলাম রাব্বানী হিরু, আনিছ,তাওহীদ,মুনিম, সোহেল,জালাল সহ অজ্ঞাত আরও ৩০/৪০ জনের সন্ত্রাসী গ্রুপ । আমার উপর নির্যাতন করে এবং পাঁচ লক্ষ টাকা দাবি করে অনথ্যায় দোকান তালাবদ্ধ থাকবে এই মর্মে ঘোষণা দিয়ে দোকান তালা দিয়ে দেয়।
পরে গত ২৭ মার্চ ২০২১ ইং জালাল উদ্দীন ধানমন্ডি মডেল থানায় এ বিষয় একটি জিড়ি করে, জিডি নং ১৩৪৫।
বুুুধবার ৩১ মার্চ ২০২১ ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম বাবলার স্বাক্ষরিত এক পত্রে বহিষ্কারের তথ্য নিশ্চিত করা হয় ।
সেই সাথে সরকারি বেসরকারী সকল দপ্তর ও প্রতিষ্ঠানকে গোলাম রাব্বানী হিরু ও জাহাঙ্গীর খানের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।পাশাপাশি ধানমন্ডি থানা আওয়ামী লীগের অধিভুক্ত সদস্যদের তার সাথে পেশাগত যোগাযোগ বিছিন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।