হিলি স্থলবন্দরে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৯/০৩/২০২১ , ১১:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও শিল্প

ভারতের দোলযাত্রা উৎসব ও শবে বরাত উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে দু’দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।
আজ সোমবার (২৯ মার্চ) সকাল থেকে মঙ্গলবার (৩০ মার্চ) পর্যন্ত বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
হিলি স্থানীয় সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহীনর রেজা শাহীন জানান, ভারতের দোলযাত্রা উৎসব উপলক্ষে সরকারি ছুটি হওয়ায় সোমবার সকাল থেকে বন্ধ রয়েছে ভারত থেকে পণ্য আমদানি-রফতানি। আগামীকালও পবিত্র শবেবরাত উপলক্ষে ও বন্ধ থাকবে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম।
তবে বুধবার (৩১ মার্চ) সকাল থেকে যথারীতি আমদানি-রফতানি স্বাভাবিক থাকবে।
হিলি পানামা পোর্টেও জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক জানান, দোলযাত্রা উৎসব উপলক্ষে সোমবার আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দর অভ্যান্তরে পণ্য লোড-আনলোডে স্বাভাবিক রয়েছে।