আজ: ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জিলকদ, ১৪৪৪ হিজরি, ভোর ৫:৩৯
সর্বশেষ সংবাদ
প্রেস বিজ্ঞপ্তি দোয়া প্রার্থনা

দোয়া প্রার্থনা


পোস্ট করেছেন: মতপ্রকাশ অনলাইন | প্রকাশিত হয়েছে: ০৯/০৩/২০২১ , ৮:০৯ অপরাহ্ণ | বিভাগ: প্রেস বিজ্ঞপ্তি


অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত মনে সকলের অবগতি ও দোয়া কামনার্থ্যে জানানো যাচ্ছে যে, দৈনিক মতপ্রকাশ পত্রিকার  সম্মানিত  সম্পাদক এটিএম রাকিবুল বাসার রাকিব   দীর্ঘদিন যাবত হৃদরোগে আক্রান্ত এবং হার্টে রিং বসানো আছে তার । গত কয়েকদিন যাবত  থেকে তিনি বেশ অসুস্থ বোধ করছেন এবং টেস্ট করিয়েছেন । তার ডায়বেটিস , ব্লাড প্রেসার জনিত সমস্যাও আছে  । এছাড়াও দৈনিক মতপ্রকাশ পত্রিকার উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান মোঃ শাহেদ শুভ’র পিতা এবং  সততা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক বগুড়া এর স্বাধিকারী এস.এম. মোশাররফ হোসেন হার্ট অ্যাটাক করেছেন এবং  একই সাথে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ।

আমরা দৈনিক মতপ্রকাশ পরিবারের  পক্ষ থেকে তাদের  আশু রোগ মুক্তি কামনা করছি এবং মতপ্রকাশ  পরিবারের সংশ্লিষট সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।

প্রার্থনায়,

মীর শহীদ , নির্বাহী সম্পাদক ।

Comments

comments