ঝিকরগাছায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৪/০৩/২০২১ , ৭:৩২ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছা পৌর সদরের সড়ক দূর্ঘটনায় ইমাদুল হক (৪৭) নামের একজন নিহত হয়েছে। নিহত ইমাদুল ঝিকরগাছা হাজেরালী ব্র্যাক অফিসের কর্মী ছিলেন। তিনি সাতক্ষীরা জেলার কলারোয় উপজেলার মুরাড়ীকাটি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে তিনি হাজেরালী ব্র্যাক অফিসের কাজ শেষ করে যশোর-বেনাপোল সড়ক দিয়ে ঝিকরগাছা বাজার আসছিলেন।পথিমধ্যে পুরন্দরপুরের পাঁচপুকুর নামক স্থানে পিছন থেকে যশোরগামী একটি ট্রাক তাকে পিষ্ট করে চলে যায়। এঘটনায় ঘটনাস্থলে সে মারা যায়। নাভারণ হাইওয়ে ফাঁড়ির পুলিশ তার লাশ উদ্ধার করে। পরবর্তীতে রাতেই নাভারণ হাইওয়ে ফাঁড়ি থেকে নিহতের পারিবারিক সদস্যদের নিকট লাশ হস্তান্তর করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নিহতের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।