পিপলস লিজিংয়ের ১৪৩ ঋণখেলাপি আদালতে হাজির
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৩/০২/২০২১ , ১২:৪৮ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ,আইন ও বিচার

আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসের ১৪৩ ঋণখেলাপি হাইকোর্টের নির্দেশে আজ সকালে আদালতে হাজির হয়েছেন। আগত সবাই ৫ লাখের বেশি টাকা ঋণ নিয়েছিলেন পিপলস লিজিং কোম্পানি থেকে।
এ সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে গেল ২১ জানুয়ারি বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ আদালতের হাজিরের নির্দেশ দিয়েছিলেন।
জানা যায়, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড কোম্পানীর ঋণগ্রহীতাদের তালিকা চেয়েছিলেন আদালত। পরে সে তালিকা দেয়ার পর সর্বনিম্ন ৫ লাখ টাকা থেকে সর্বোচ্চ ঋণখেলাপি এমন ২৮০ জনকে শোকজ করেন আদালত। এরই ধারাবাহিকতায় আদালতে আজ শতাধিক ঋণখেলাপি হাজির হয়েছে