বগুড়ায় নানান আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২২/০২/২০২১ , ৭:১৩ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

শাহেদ শুভ: বগুড়ায় নানান আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো বাঙালীর গর্বের একুশে ফেব্রুয়ারি। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গুলো আয়োজন করে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। করোনা মহামারীর আতংককে তুচ্ছ করে জনতার ঢল নামে শহরে। একুশের প্রথম প্রহরে স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয় প্রভাত ফেরির।বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে কোনরুপ অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয় সকল আয়োজন। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট,উদিচি শিল্পগোষ্ঠী, বিএমএফ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা চলে রাত অবধি। বগুড়া চারুবন্ধনের উদ্যোগে আয়োজন করা হয় শহীদ ও মাতৃভাষা উপলক্ষে দিনব্যাপী উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগীতা। এছাড়াও দৈনিক মতপ্রকাশ বগুড়া আঞ্চলিক কার্যালয়ের পৃষ্ঠপোষকতায় বিসিক শিল্পনগরীতে সন্ধ্যায় আয়োজন করা হয় ব্যান্ড শো। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে উত্তরাঞ্চলের স্বনামধন্য ব্যান্ড ব্লাকস্টোন।