আজ আসছে আরও ২০ লাখ ডোজ টিকা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২২/০২/২০২১ , ২:৪২ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়,প্রধান সংবাদ

ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে করোনা টিকার দ্বিতীয় চালান আজ (২২ ফেব্রুয়ারি) দেশে আসবে। এবার আসবে করোনা টিকার ২০ লাখ ডোজ। এই তথ্য নিশ্চিত করেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক সংসদ সদস্য নাজমুল হাসান পাপন।
এর আগে গত সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকা নেয়ার পর নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন করোনা টিকার দ্বিতীয় চালান ২২ ফেব্রুয়ারি দেশে আসবে। সেসময় তিনি জানিয়েছিলেন, ৩০ লাখ টিকা আনার চিন্তাভাবনা চলছে। আমাদের চাহিদার ওপর টিকার সংখ্যা কম-বেশি হতে পারে। কারণ এখনও ৬০ লাখের বেশি টিকার মজুদ রয়েছে।
ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাষ্ট্রোজেনেকার ২০ লাখ ডোজ টিকা গত ২০ জানুয়ারি উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় ভারত সরকার। এরপর বাংলাদেশ সরকারের কেনা টিকার প্রথম চালান আসে ২৫ জানুয়ারি। ওই সময় করোনা টিকার ৫০ লাখ ডোজ গ্রহণ করে বাংলাদেশ।