গঙ্গাচড়ায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২০/০২/২০২১ , ৫:১৭ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,রংপুর বিভাগ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গঙ্গাচড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, আগামী ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, রংপুর জেলা কমিটি গঠনের নিমিত্তে জেলা টাউন হলে সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলন সফল করার লক্ষ্যে গঙ্গাচড়ায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু রেজা মোঃ শামসুল কবির মুকুল এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁন, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান ওয়াফি। গঙ্গাচড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখরুজ্জামান বাবলা এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ভূটকা সপ্রাবির প্রধান শিক্ষক একেএম গোলাম কবির, বড়বিল সপ্রাবির প্রধান শিক্ষক আব্দুল বারী, বড়াইবাড়ি সপ্রাবির প্রধান শিক্ষক কামরুজ্জামান কমেট, পেইলাদহ সপ্রাবির প্রধান শিক্ষক মোর্শেদুল ইসলাম লিটন, দোন্দড়া সপ্রাবির প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ধনতলা সপ্রাবির সহকারী শিক্ষক গোলাম মোস্তফা প্রমুখ।
এ মতবিনিময় সভায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।