সূত্রাপুরে এটিএম শামসুজ্জামানের জানাজা, জুরাইনে দাফন
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২০/০২/২০২১ , ১১:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন

বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন। আজ শনিবার সকাল ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর পুরান ঢাকার সূত্রাপুরে।
গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদ। তিনি জানান, বাদ জোহর সুত্রাপুরে জানাজা শেষে তাকে দাফন করা হবে জুরাইন কবরস্থানে। বড় ছেলে কামরুজ্জামান কবীরের পাশে তাকে সমাহিত করা হবে।
এর আগে এটিএম শামসুজ্জামানকে শেষ গোসল করাবেন নারিন্দার পীর সাহেব। এটাই অভিনেতার শেষ ইচ্ছে ছিলো।
এটিএম শামসুজ্জামান দেশের অভিনয় জগতের এক উজ্জ্বল নক্ষত্র। প্রায় ষাট বছর আগে তিনি সিনেমায় কাজ শুরু করেছিলেন। দীর্ঘ অভিনয় জীবনে তিনি সিনেমা এবং নাটক দুই ভুবনে সমান দাপটে কাজ করেছেন।
তার এই চলে যাওয়া দেশের সংস্কৃতি ও চলচ্চিত্র অঙ্গনের জন্য বিরাট ক্ষতি বলে মনে করছেন সবাই। একুশে পদকপ্রাপ্ত নন্দিত এই তারকার প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।