বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে বিজয়ী দল গিয়াস উদ্দিন কোম্পানি ফুটবল একাদশ চিকনীপাড়া
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৭/০২/২০২১ , ১০:১৪ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,জেলা সংবাদ

জুয়েল বড়ুয়া,স্টাফ রিপোর্টার: ঝাপুয়া স্টারজোন ক্লাব কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে স্থানীয় ঝাপুয়া ফুটবল মাঠে।খেলার শেষ পর্বে কাঙ্খিত লক্ষ্যে লড়াই করেন কাদির আলী বনাম গিয়াস উদ্দিন ফুটবল একাদশ।খেলার শুরুতে গিয়াস উদ্দিন ফুটবল একাদশ প্রতিপক্ষ কাদির আলী স্মৃতি সংসদকে এক গোল করেন। খেলার দ্বিতীয় পর্বে কাদির আলী পাল্টা জবাব দিয়ে গোলটি শোধ করেন।এক পর্যায়ে রেফারি মাস্টার নুরুল হক মেহেদী,সামশুল আলম পিংকি,মোহাম্মদ আলীর সিদ্ধান্তে ট্রাই বেকারে আসেন উভয়দল অবশেষে ট্রাইবেকারে সাদ্দাম বরকতের দূর্দান্ত কিকে ৩-২ গোলে চূড়ান্ত বিজয় লাভ করেন গিয়স উদ্দিন ফুটবল একাদশ।
উক্ত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন কৃষ্ণ কুমারী স্কুলের প্রধান শিক্ষক আকতার হোসেন,প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক ছৈয়দুল কাদের,বিশেষ অতিথি ছিলেন সেলিম চৌধুরী সদস্য,মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার আজম ,কালারমারছড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বেলাল উদ্দিন সালমান,৫নং ওয়র্ডের মেম্বার ইয়াছিন আরাফাত। টুর্নামেন্টের সার্বিক তত্বাবধান করেন সাবেক কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ জাকারিয়া।অনুষ্ঠানের সঞ্চালনা করেন ওমর ফারুক ও মিছবা উদ্দিন।