প্রভাবশালীদের দখলে থাকা খাল উদ্ধার করা হবে : তাপস
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৭/০২/২০২১ , ৩:১৫ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি

রাজধানীর দক্ষিণ সিটির অধীনে থাকা খালগুলো যত প্রভাবশালীদের দখলেই থাকুক না কেন, তা উদ্ধার করা হবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।
আজ বুধবার রাজধানীর মান্ডা খালের বর্জ্য অপসারণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শেখ ফজলে নূর তাপস বলেন, পহেলা জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় এক লক্ষ মেট্রিক টন বর্জ্য খাল থেকে অপসারণ করা হয়েছে। শ্যামপুর খালের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। ওয়াসার কাছ থেকে যে সব অচল পাম্প পেয়েছিলেন সেগুলো এপ্রিলের মধ্যেই সচল করা হবে। একত্রিশে মার্চ পর্যন্ত খাল উদ্ধার এবং বর্জ্য অপসারণ যে কর্মসূচি ছিল সেটি এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হবে। বর্ষা মৌসুমের আগেই সবগুলো কাজ শেষ করা দুরূহ হলেও সফল হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মেয়র।
এ সময় প্রায় ৭০ ফুট চওড়া খালের বেশিরভাগ অংশই বেদখল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মেয়র। খালের পাশ দিয়ে হাউজিং ব্যবসায়ীদের করা রাস্তা ভেঙ্গে ফেলতে এবং স্থাপনাগুলো নিলামে বিক্রি করে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।