আজ: ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১:২৪
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ পীরগঞ্জে আগুনে ৬ বসতভিটা পুড়ে ছাই

পীরগঞ্জে আগুনে ৬ বসতভিটা পুড়ে ছাই


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৯/০২/২০২১ , ১০:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আগুনে পুড়ে গেছে ৬টি বসতভিটা। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার জাবরহাট ইউনিয়নের গোলন্দগাঁওয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম ও পীরগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুরে গোলন্দগাঁও গ্রামে হাঠাৎ অগ্নিকান্ডে দেবেন্দ্র, বিপুল, চাঁন মোহন, রাজ মোহন, বিকাশ সহ ৬টি পরিবারের ঘর বাড়ি ও ২টি গরু আগুনে পুড়ে যায়।
খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবীর জানান, দেবেনের বাড়ি থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ ৫ হাজার টাকা, শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে।

Comments

comments