আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, সকাল ১১:৪৩
সর্বশেষ সংবাদ
খেলাধূলা শেফিল্ডের বিপক্ষে চেলসির জয়

শেফিল্ডের বিপক্ষে চেলসির জয়


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৮/০২/২০২১ , ১০:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: খেলাধূলা


বাজে সময় পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকা চেলসি আরেকটি প্রত্যাশিত জয় পেয়েছে। প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তলানির দল শেফিল্ড ইউনাইটেডকে ২-১ হারিয়ে শীর্ষ পাঁচে ফিরেছে টমাস টুখেলের দল।
ম্যাচের শুরু থেকে বল দখলে একচেটিয়া আধিপত্য করা চেলসি পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারছিল না। বিরতির আগে এগিয়ে যায় তারা। ডি-বক্সে টিমো ভেরনারের পাস থেকে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন মাউন্ট।

৫৪তম মিনিটে আত্মঘাতী গোল করে বসেন রুডিগার। গোলরক্ষককে পাস দিতে গিয়ে নিজেদের জালে বল পাঠান এই জার্মান ডিফেন্ডার।
একটু পরই অবশ্য সফল স্পট কিকে আবার দলকে এগিয়ে নেন জর্জিনিয়ো। ভেরনারকে শেফিল্ড গোলরক্ষক ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
বাকি সময়ে মরিয়া চেষ্টা চালিয়েও ম্যাচে ফিরতে পারেনি শেফিল্ড। যোগ করা সময়ে দারুণ এক সেভ করে চেলসির ৩ পয়েন্ট নিশ্চিত করেন এদুয়াঁ মঁদি।
২৩ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে পাঁচে উঠেছে চেলসি। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তলানিতে শেফিল্ড ইউনাইটেড। ম্যানচেস্টার সিটি ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এক ম্যাচ বেশি খেলে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৩ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লেস্টার সিটি তিনে ও ৪০ পয়েন্ট নিয়ে শিরোপাধারী লিভারপুল চারে আছে।

Comments

comments