আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, সন্ধ্যা ৬:২৯
সর্বশেষ সংবাদ
খেলাধূলা এমন হার বিশ্বাস করতে পারছেন না মুমিনুল

এমন হার বিশ্বাস করতে পারছেন না মুমিনুল


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৮/০২/২০২১ , ১২:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: খেলাধূলা


চারদিন ডমিনেট করেও ক্যারিবীয়দের এই দলটির কাছে হার যেন কিছুতেই মানতে পারছেন অধিনায়ক মুমিনুল হক।
অপেক্ষাকৃত দুর্বল দলের কাছে এমন পরাজয়ের পেছনে বোলিং ব্যর্থতাকেই দায়ী করেছেন টাইগার ক্যাপ্টেন। খুব করে মিস করেছেন সাকিব আল হাসানকে। ঘুরে দাঁড়ানোর মিশনে হাতের মুঠোয় থাকা ম্যাচ হারের সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপেও টানা চার পরাজয় বাংলাদেশের।
এটাই বুঝি টেস্ট ক্রিকেটের মাহাত্ব্য। ক্ষণে ক্ষণে যার রোমাঞ্চ। চতুর্থ দিন শেষে কেউ কি ভেবেছিল টাইগারদের ক্ষেত্রে এমন বিরূপ আচরণ করবে সাগরিকার উইকেট! ওয়েস্ট ইন্ডিজের এই দলটার বিপক্ষে হার মানবে বাংলাদেশ।

এক দল জিতবে, আরেক দল হারবে এটাই স্বাভাবিক। তাই বলে এমন মহাকাব্যিক! চারদিন ডমিনেট করেও চট্টগ্রাম টেস্ট বাঁচাতে পারলো না বাংলাদেশ। শেষ দিনটায় একেবারে রংহীন। নিজেদের ব্যর্থতা নাকি ক্যারিবিয়দের অতি মানবীয় ব্যাটিং।
বাংলাদেশ দলে যখন হারের পোস্টমটেম চলছে তখন ওয়েস্ট ইন্ডিজ দলে তখন দারুণ স্বস্তি। নিঃসন্দেহে এই কৃতিত্বটা অভিষেক ম্যাচে ডাবল সেঞ্চুরি করা কাইল মায়ার্সের। নবীনদের নিয়ে রেকর্ড গড়া দলে এমন সাফল্য ঢাকা টেস্টেও দারুণ চনমনে রাখবে ক্যারিবীয়দের।

Comments

comments