ময়মনসিংহে শুরু হয়েছে করোনার ভ্যাকসিন কার্যক্রম
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৭/০২/২০২১ , ৩:০২ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


ময়মনসিংহে করোনা ভ্যাকসিন দেয়া কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। সকালে মহানগরীসহ ১২টি উপজেলার ৫০ টি কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে।
সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটরিয়াম প্রাঙ্গনে সিটি কর্পোরেশন আয়োজিত ৮টি বুথে টিকা কার্যক্রম শুরু হয়। প্রশাসন, সিটি কর্পোরেশন, বিশিষ্ঠজনসহ নিবন্ধিত ব্যক্তিরা এসব টিকা কেন্দ্র টিকা নেন।
এ সময় সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. এ বিএম মশিউল আলম, সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী আনোয়ার হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথসহ রাজনৈতিক সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শুরুতেই কোভিড-১৯ এর ভ্যাকসিন টিকা নেন মেয়র ইকরামুল হক টিটু। পরে বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর ড. লুৎফুল হাসানসহ অনেকেই টিকা নেন।
টিকা নেয়ার পর কোন পাশ্ব্র্প্রতিক্রিয়া হয়নি ও এ টিকা নিতে উৎসাহিত করেন অনেকেই।
সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম জানান, ময়মনসিংহ মহানগরীসহ জেলার ১৩টি উপজেলায় ১৬টি কেন্দ্রে ৫০টি বুথে টিকা দেয়া হবে। এ পর্যন্ত ১১ হাজার নিবন্ধন সম্পন্ন হয়েছে। প্রথম দফায় ৩ লাখ ২৪ হাজার ডোজ টিকা এবং ৩ লাখ ৪০ হাজার অটো ডিজেবল (এডি) সিরিঞ্জ ময়মনসিংহে পৌঁছেছে। সুরক্ষা এপসে নিবন্ধন চলমান রয়েছে। প্রথম দফায় সমগ্র জেলা জুড়ে ১ লাখ ৮ হাজার ব্যক্তির তালিকা প্রস্তুত করা হয়েছে। টিকা দেয়া কার্যক্রম সুষ্ঠু করার লক্ষ্যে ৭০ জন স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রতি উপজেলায় ৫ জন করে স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালন করবেন। প্রতিটি বুথে দুজন স্বাস্থ্যকর্মীর সাথে ৪ জন করে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত থাকবেন। জেলা উপজেলা পর্যায়ে ২ থেকে ৮ ডিগ্রী তাপমাত্রায় অত্যাধুনিক রেফ্রিজারেটরে টিকা সংরক্ষণ করা হচ্ছে। তবে নিবন্ধকারীদের নিবন্ধন সম্পন্ন হবার পর মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠানো হয়।