আজ: ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১২:৪৩
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক ডেনমার্কে কোভিড-১৯ বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ

ডেনমার্কে কোভিড-১৯ বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৭/০২/২০২১ , ৩:৪৯ অপরাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


ডেনমার্কে কোভিড-১৯ বিধিনিষেধ এবং দেশটিতে ডিজিটাল ভ্যাকসিনেশন সার্টিফিকেট প্রদান পরিকল্পনার প্রতিবাদে শনিবার রাতে কয়েক শত লোক কোপেনহেগেনের রাস্তায় নেমে আসে।
‘মেন ইন ব্লাক ডেনমার্ক’ পরিচয়ে প্রায় ৬০০ লোকের একটি গ্রুপ রাতে তীব্র ঠান্ডার মধ্যে ডেনমার্কের আংশিক লকডাউনের ‘একনায়কতন্ত্রের’ প্রতিবাদে পার্লামেন্ট ভবনের সামনে সমবেত হয়।

তাদের বিক্ষুব্ধ হওয়ার মূল কারণ ছিল ডিজিটাল ভ্যাকসিন ‘পাসপোর্ট’। ইউরোপের অন্যান্য দেশের মতো ভ্রমণের জন্য ডেনমার্কও কোভিড-১৯ টিকা গ্রহণের ডিজিটাল সার্টিফিকেট চালু করতে চায়।
এটি স্পোর্টস এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রেস্তোরাঁগুলোর জন্য ব্যবহার করা হতে পারে।
প্রতিবাদী আয়োজকরা বলেছেন, এই ধরণের পাসপোর্ট টিকা দেয়ার বাধ্যবাধকতা বোঝায় এবং ব্যক্তির স্বাধীনতার ওপর আরো বিধিনিষেধ আরোপ করে। যদিও ডেনমার্কে টিকাদান বাধ্যতামূলক নয়।
বিক্ষোভকারীরা উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উনের মতো দেখতে প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের ছবি বহন করে।
অনুমোদিত এই সমাবেশটি শান্তিপূর্ণ ছিল, পুলিশও মোতায়েন করা হয়।

Comments

comments