পরিস্থিতির উন্নতি হলে বাণিজ্যমেলা হবে : বাণিজ্যমন্ত্রী
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৭/০২/২০২১ , ২:২৫ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও শিল্প


করোনা পরিস্থিতির উন্নতি হলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর কাছে বাংলাদেশ-চায়না এক্সিবিশন সেন্টার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, এ বছরের বাণিজ্যমেলা এখনো বাতিল করা হয়নি। প্রধানমন্ত্রীর অনুমতি পেলে বছরের মাঝামাঝি সময়ে ১ মাসব্যাপী বাণিজ্য মেলা হবে। এ বছর করোনায় ধারাবাহিকতা নষ্ট হলেও স্বাভাবিক সময়ে জানুয়ারি মাসজুড়েই বাণিজ্যমেলা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, এখন থেকে শেরেবাংলা নগরে নয় বাণিজ্যমেলা হবে পূর্বাচলের স্থায়ী মেলা কেন্দ্রে। এ ছাড়া রপ্তানি বাড়াতে পূর্বাচলের ভেন্যুতে শুধু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা নয়, ওই স্থানে সারা বছর ধরেই নানা প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হবে।