আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, সকাল ১১:২৯
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক পানির নিচে মালা বদল করে আলোচনায় দম্পতি

পানির নিচে মালা বদল করে আলোচনায় দম্পতি


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৭/০২/২০২১ , ১০:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


২০ মিটার পানির নিচে মালা বদল করলেন ভারতীয় এক দম্পতি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ভারতের শহর চেন্নাইয়ের এক উপকূলে।
আজ রোববার (৭ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

হিন্দু ধর্মাবলম্বীদের একটি বিয়ের অনুষ্ঠানে যা যা থাকা দরকার তার প্রায় সবই ব্যবস্থা করা হয়েছিল পানির নিচে।
ভিডিওতে দেখা যায়, ভি চিন্নাডুরাই এবং এস সোয়েথা সম্পূর্ণ বিয়ের পোশাকেই নেমেছিলেন পানির নিচে। সেখানেই তারা একে অপরে মালা বদল করে আবদ্ধ হন বিবাহ বন্ধনে।
বিবাহের একমাস আগে থেকে সোয়েথা এই অনুষ্ঠান সম্পর্কিত সবকিছু জেনে নেন এবং প্রশিক্ষণ নেন। এদিকে চিন্নাদুরাই একজন স্বীকৃত ডুবুরি।
পরিবার এবং বন্ধুদের সাথে উদযাপন করতে এই দম্পতির বিয়ের পুরো অনুষ্ঠানটি রেকর্ড করা হয়েছিল।

Comments

comments