আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, সন্ধ্যা ৬:১৬
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের গণ উৎপাদন শুরু করলো ইরান

বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের গণ উৎপাদন শুরু করলো ইরান


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৭/০২/২০২১ , ৮:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


ব্যাপকভাবে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎপাদনের একটি প্রকল্প উদ্বোধন করেছে ইরান। ইসলামী বিপ্লব বিজয় দিবসকে সামনে রেখে এই প্রকল্প হাতে নিয়েছে।
ইরানের তৈরি এই ক্ষেপণাস্ত্র কাঁধে বহনযোগ্য এবং যেকোনো স্থান থেকে বিমান লক্ষ্য করে এটি ছোড়া যায়। একইসঙ্গে উদ্বোধন করা হয়েছে কঠিন জ্বালানী তৈরির কয়েকটি কারখানা।

এসব প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি ও প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।
ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি এ সময় বলেছেন, গত চার দশকের অভিজ্ঞতা থেকে এটা স্পষ্ট দেশের উন্নয়ন ও অগ্রগতির একমাত্র উপায় হচ্ছে ইসলামী বিপ্লবের আদর্শ বাস্তবায়ন করা। বর্তমানে প্রতিরক্ষা শিল্প এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, সব ক্ষেত্রে জাতীয় শক্তি ও সামর্থ্য বাড়াতে হবে এবং সশস্ত্র বাহিনী দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা অক্ষুণ্ণ রাখতে দৃঢ় বেষ্টনী হিসেবে কাজ করছে।

Comments

comments