রথযাত্রায় সবাই নাচবে, তারপর আমি খেলা দেখাব: হুশিয়ারি অনুব্রত মণ্ডলের
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৬/০২/২০২১ , ১:১৫ অপরাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


এবার রথযাত্রা নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন ভারতের পশ্চিমবাংলার বীরভূমের আলোচিত তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “ওই দিন সবাই নাচবে, তারপর আমি খেলা দেখাব।” সিএএ প্রসঙ্গেও তোপ দাগলেন বিজেপি সরকারকে।
গতকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বীরভূমের নানুরের জনসভা করেন অনুব্রত মণ্ডল। সেখানে ছিলেন তৃণমূলের জেলা সহ-সভাপতি অভিজিৎ সিংহ, সাংসদ অসিত মাল, করিম খান, কাজল সেখ, সুব্রত ভট্টাচার্য-সহ আনান্য নেতারা।
ওই সভা থেকে এদিন অনুব্রত মণ্ডল বলেন, “প্রধানমন্ত্রী শুধু মিথ্যা কথা বলেন। ওঁর পকেটে মিথ্যে কথা থাকে। বাংলায় এসে পকেট থেকে মিথ্যে কথা বের করবে আর বলবে। বাংলার মানুষ বোকা নয়। মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা করার করবেন। ২০ লক্ষ মানুষকে বাড়ি করে দেবেন।” এরপরই আগামী ৯ তারিখে তারাপীঠে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রথযাত্রা প্রসঙ্গে অনুব্রত বলেন, “ওই দিন সবাই নাচবে আমি দেখবো। তারপর আমি খেলা শুরু করব, ওরা দেখবে।”
এদিনের বাজেট নিয়ে অনুব্রত বলেন, “মুখ্যমন্ত্রী যে বাজেট ঘোষণা করেছেন, তা সাধারণ মানুষের জন্য। এই বাজেটে মানুষ খুব খুশি।”
সিএএ প্রসঙ্গে এদিন বাংলার তৃণমূল সভাপতি বলেন, “ওরা আগে চালু করে দেখাক। এই বাংলা রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, নেতাজির। এখানে এই সব করা যাবে না। বাংলার মানুষ মেনে নেবে না।”
এবার ভোটে কোন খেলা হবে? প্রশ্ন করা হলে অনুব্রত মণ্ডল, “আমার অনেক রকম খেলা জানা আছে। তোমরা যেটা বলবে সেই খেলাটা খেলব।”
খেলায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ওপেনিংয়ে নামলে কী করবেন? এ প্রশ্নের উত্তরে তিনি বললেন, “নামুক, ও এক সাইডে থাকবে আমি অন্য সাইডে। ওরা খেলা জানে, ঘুঁটি সাজাতে জানে না।”