উত্তরাঞ্চলসহ সারা দেশে কমেছে শীতের তীব্রতা
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৬/০২/২০২১ , ৯:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: বাংলাদেশ


উত্তরাঞ্চলসহ সারা দেশে কিছুটা কমেছে শীতের তীব্রতা। আজ ভোর ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
গতকাল থেকেই ঘন কুয়াশা আর কনকনে হিমেল হাওয়ার দাপট কমছে। ঘন কুয়াশা না থাকায় ঘাটগুলোতে ফেরি চলাচলে বিঘ্ন ঘটেনি। আগামী কয়েকদিনে শীতের দাপট আরও কিছুটা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।