আজ: ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, রাত ৩:১০
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক ইরানের কূটনীতিককে ২০ বছরের কারাদণ্ড

ইরানের কূটনীতিককে ২০ বছরের কারাদণ্ড


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৫/০২/২০২১ , ২:০৭ অপরাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


ইরানের এক কূটনীতিককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে বেলজিয়ামের একটি আদালত। প্যারিসে নির্বাসিত ইরানের সরকারবিরোধী একটি গ্রুপের ওপর বোমা হামলার পরিকল্পনার অভিযোগে তাকে এ দণ্ড দেওয়া হয়েছে। ১৯৭৯ সালে ইরানে বিপ্লবের পর এ প্রথম ইউরোপের কোনো আদালত তেহরানের কূটনীতিককে দণ্ড দিলো।
বেলজিয়ামের সরকার পক্ষের আইনজীবী ও নাগরিক দলগুলো জানিয়েছে, ২০১৮ সালের জুনে প্যারিসে ন্যাশনাল কাউন্সিল অব রেজিজট্যান্স অব ইরানের সদস্যদের র‌্যালিতে বোমা পেঁতে রাখার পরিকল্পনা করেছিলেন আসাদুল্লাহ আসাদি। বিচারে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।

ভিয়েনায় ইরান দূতাবাসের তৃতীয় কনস্যুলার আসাদিকে জার্মানি থেকে গ্রেফতার করা হয়েছিল। পরে তাকে বিচারের জন্য বেলজিয়াম নেওয়া হয়।
ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, আসাদি ইরানের একটি সরকারি গোয়েন্দা নেটওয়ার্ক পরিচালনা করতেন এবং তেহরানের নির্দেশ অনুযায়ী কাজ করতেন।

Comments

comments