আজ: ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, রাত ৪:৩৫
সর্বশেষ সংবাদ
ঢাকা বিভাগ ১৯ বছর পর আরিচা-কাজীর হাট নৌ-রুটে ফেরি চলাচল শুরু

১৯ বছর পর আরিচা-কাজীর হাট নৌ-রুটে ফেরি চলাচল শুরু


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৩/০২/২০২১ , ১১:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: ঢাকা বিভাগ


ইউসুফ কবির উৎস, স্টাফ রিপোর্টার: 

আরিচা-কাজীর হাট নৌ-রুটে দীর্ঘ প্রায় ১৯ বছর পর ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে এই নৌ-রুটে পরীক্ষামূলকভাবে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান নামের একটি ফেরি চলাচল শুরু করে।

দীর্ঘদিন পর এই রুটে ফেরি চলাচল শুরু হওয়ায় দেশের পশ্চিমাঞ্চলের পাবনা জেলাসহ ৪ জেলার মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে। এ নৌ-রুটটি এক সময় রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের ৩৬ জেলার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা ছিল। এখানে ফেরি চলাচল বন্ধ থাকলে ৩৬ জেলার মানুষের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যেত। কিন্ত ১৯৯৭ সালের ২৩ মার্চ ভুয়াপুর যমুনা সেতু হওয়ার পর শিবালয়ের আরিচা ঘাটের গুরুত্ব অনেক কমে যায়। যমুনা সেতু দিয়ে উত্তরাঞ্চলের যাত্রীরা চলাচল করায় আরিচা ঘাট দিন দিন অকেজো হয়ে পড়ে। ২০০২ সালে ১২ মার্চ দক্ষিণাঞ্চলের যাত্রীদের নৌ-রুটের দূরত্ব ৭ কিলোমিটার কমানো ও যাত্রীরা দ্রুত গৌন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুট চালু করা হয়। পরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু হওয়ায় আরিচা ঘাটের গুরুত্ব কমে একপর্যায়ে বন্ধ হয়ে যায়।

এতদিন সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে আরিচা ট্রাক টার্মিনাল ও টার্মিনালের অফিস ঘরগুলো দীর্ঘ প্রায় ১৯ বছর ধরে অকেজো অবস্থায় পড়ে থাকতে হয়েছে। আরিচা- কাজীর হাট নৌ-রুটে ফেরি চলাচল শুরু হওয়ায় কিছুটা হলেও আরিচা ঘাটের যৌবন ফিবে আসবে বলে স্থানীয়রা মনে করছেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস জানান, আরিচা-কাজীরহাট নৌ-রুটে ফেরি চলাচল শুরু হলে পাবনাসহ দেশের পশ্চিমাঞ্চলের ৬ জেলার মানুষের যোগাযোগ সহজ হবে। ওই অঞ্চলের যাত্রীদেরকে আরিচা ঘাটে এসে দুর্ভোগ পোহাতে হবে না। যাত্রীরা রাতেও পারাপার হতে পারবেন। আরিচা ঘাটেরও কিছুটা যৌবন ফিরে পাবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-করপোরেশন বিআইডব্লিউটিসির আরিচা অফিসের ডিজিএম জিল্লুর রহমান জানান, এ নৌ-রুটে আপাতত ৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হবে। বুধবার বিআইডব্লিউটিসির কর্মকর্তারা আরিচা ও কাজীরহাট ঘাট এলাকা পরিদর্শন করেছেন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হবে।

Comments

comments