গাইবান্ধায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মানববন্ধন অনুষ্ঠিত
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৩/০২/২০২১ , ৮:৩১ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


আতোয়ার রহমান রানা,গাইবান্ধা:
স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ৩রা জানুয়ারী বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখার উদ্যোগে গাইবান্ধা সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম মিলন,জেলা শাখার সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা,সভাপতি পরমানন্দ দাস, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি ওয়ারেছ সরকার প্রমুখ।
বক্তারা অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া,এক বছরের বেতন- ফি মওকুফ করা, শিক্ষাখাতে আর্থিক প্রণোদনা প্রদান,মেসভাড়া মওকুফসহ বিনামূল্যে করোনার ভ্যাকসিন সরবরাহ করার দাবি রাখেন ।