আজ: ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, রাত ৪:২৮
সর্বশেষ সংবাদ
অপরাধ, জেলা সংবাদ, রংপুর বিভাগ সুগারমিলের ট্রাক চালককে পিটিয়ে হত্যা,আটক ২

সুগারমিলের ট্রাক চালককে পিটিয়ে হত্যা,আটক ২


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০২/০২/২০২১ , ৩:৩৫ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ,জেলা সংবাদ,রংপুর বিভাগ


রুবেল রানা, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সুগারমিলে ডঙ্গায় আখের গাড়ির সিরিয়ালকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে সুরেশ চন্দ্র রায় (৫৫) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাক ড্রাইভার দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মুর্শিদাহাট গ্রামের সবিন্দ্র নাথ রায়ের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সুগারমিলে ডঙ্গা সেটের নীচে গাড়ীর সিরিয়ালকে কেন্দ্র করে টলি চালক আব্দুল রহিম (৫৫) ও তার ছেলে সোহাগ আলীসহ অজ্ঞাত কয়েজন মিলে সুরেশকে মারপিট করে। এক পর্যায় তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা সুরেশকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম জানায়, সুরেশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিষয়টি আরও পরিস্কার হওয়া যাবে।
এদিকে জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ দুই মিলের উদ্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

ঠাকুরগাঁও সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, গত রাত ১২টার সময় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ ব্যাপারে পুলিশকে অবগত করা হয়েছে।

Comments

comments